ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা হঠাৎ বাতিল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে শিক্ষাজীবন অনিশ্চয়তায়
ঢাকা, আগস্ট ১৩, ২০২৫ — চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)–এ পড়াশোনা করতে আসা প্রায় ২০০ জন ফিলিস্তিনি মহিলা শিক্ষার্থীর মধ্যে অন্তত ১৩০ জনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার গত বছর যাদের জন্য ভিসা-অন-অ্যরাইভাল অনুমোদন দিয়েছিল, সেই অনুমোদন এ বছরের জুন মাসে হঠাৎ বাতিল হয়ে যায়।
ঘটনার পটভূমি
২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশের হোম মন্ত্রণালয় ১৮৯ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে AUW-তে ভর্তি হওয়ার জন্য ভিসা-অন-অ্যরাইভাল অনুমতি দেয়। শিক্ষার্থীরা মূলত পাকিস্তান থেকে আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু ২০২৫ সালের জুন মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক নোটিশের মাধ্যমে AUW কর্তৃপক্ষকে জানায়—এই অনুমতি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে কোনো লিখিত নির্দেশনা বা স্পষ্ট কারণ জানানো হয়নি।
বিতর্কিত সিদ্ধান্ত ও মতভেদ
কূটনৈতিক সূত্র জানায়, সরকারের কিছু প্রভাবশালী মহল প্রশ্ন তুলেছিল—ফিলিস্তিনি শিক্ষার্থীরা কেন বিশেষভাবে AUW-তে পড়বে, তারা অন্যান্য স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে পারে।
ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসও AUW-এ শিক্ষার্থী পাঠানো নিয়ে আপত্তি জানিয়ে জানিয়েছে, তারা শিক্ষার্থীদের অন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পড়ার পক্ষে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
সংযুক্ত আরব আমিরাত (UAE) বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির জন্য লিখিত অনুরোধ জানিয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে UAE থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় দ্রুত সমাধানের জন্য।
Ref: Prothom Alo
For any inquires regarding news and articles contact us only email info@thelocalnews24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫ thelocalnews24.com