ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি হৃদরোগের কারণে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন। তার শারীরিক অবস্থা জানার ও সমবেদনা জানাতে হাসপাতালে যান ২০০৭ সালের গণ-আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর পিতা। দীর্ঘ সময় চিকিৎসাধীন এই নেতাকে দেখতে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। দলের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
For any inquires regarding news and articles contact us only email info@thelocalnews24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫ thelocalnews24.com