পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তানের ঝোব জেলার সামবাজার এলাকার তল্লাশি অভিযানে আরও তিনজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় চার দিনের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অভিযান পাকিস্তান সেনাবাহিনী পরিচালনা করেছে যাতে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ দমন করা যায়।
এর আগে, নিরাপত্তা বাহিনী ৭ থেকে ৯ আগস্টের মধ্যে একই এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তারা অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে এই অভিযান পরিচালনা করেছে।
এখনও পর্যন্ত কোনও সশস্ত্র গোষ্ঠী এই ঘটনার বিষয়ে মন্তব্য করেনি। তবে সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, এই অভিযান সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই অভিযান পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় নেয়া সাম্প্রতিকতম উদ্যোগগুলোর একটি। সেনাবাহিনী আশা করছে, এই ধরণের তল্লাশি ও অভিযান স্থানীয় জনগণকে সুরক্ষা দিবে এবং সীমান্তের নিরাপত্তা আরও দৃঢ় করবে।
For any inquires regarding news and articles contact us only email info@thelocalnews24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫ thelocalnews24.com